শিরোনাম

কলাপাড়ায় জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবিতে সাইকেল র‍্যালি

Views: 13

পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তন এবং ক্ষতিপূরণের জন্য এক ব্যতিক্রমী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর শুক্রবার, উপজেলার আন্দারমানিক নদীর তীরবর্তী হেলিপ্যাড মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই র‍্যালি।

এই র‍্যালির আয়োজন করে “ধরিত্রী রক্ষায় আমরা”, “ওয়াটারকিপার্স বাংলাদেশ”, এবং “আমরা কলাপাড়াবাসী”। এর মাধ্যমে তারা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের জন্য অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ এবং জলবায়ু ন্যায্যতার জন্য দাবি জানান।

র‍্যালির উদ্বোধন করেন কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য সচিব এস এম মোশারফ হোসেন মিন্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্সের কলাপাড়া সমন্বয়ক মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া প্রেস ক্লাবের সিনিয়র সদস্য অমল মুখার্জী, “আমরা কলাপাড়াবাসী” এর সভাপতি মো. নজরুল ইসলাম, এবং প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ।

সংগঠকরা জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা নবায়নযোগ্য শক্তির ব্যবহার ও জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিবর্তে আরো সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উপায় গ্রহণের আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা মনে করেন, এমন ধরনের উদ্যোগ কলাপাড়ার জনগণের মধ্যে জলবায়ু সচেতনতা বৃদ্ধি করবে এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে সরকারি-বেসরকারি উদ্যোগে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *