পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ায় দুই শতাধিক গরীব,অসহায় ও দুস্থ মানুষ পেলো ঈদ খাদ্য সামগ্রী।
প্রত্যেকে ২ কেজি সেমাই, ১ কেজি চিনি, ২৫০ গ্রাম গুড়া দুধ ও মশলা প্রদান করা হয়।
শুক্রবার বেলা ১১ টায় উপজেলা মহিপুর থানা যুবগীগের নেতা কর্মীর এর আয়োজন করে। ঈদ উপলক্ষে এসব খাদ্য সামগ্রী হাতে পেয়ে অনেকটা উচ্ছসিত ছিলো হতদরিদ্র মানুষগুলো।
আরো পড়ুন : পটুয়াখালীতে আগুনে ভস্মীভূত ২৩ মাছের আড়ত
এসময় মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট, সদর ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো.ফেরদৌস হাওলাদার, যুবলীগ যুগ্ন আহবায়ক ইব্রাহিম হাওলাদার, মো.মনির হাওলাদার, সদর ইউনিয়ন সেচ্ছা সেবকলীগ সভাপতি মো.ছিদ্দিক মোল্লা সহ স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন : পটুয়াখালী জেলায় ২ হাজার কোটি টাকার তরমুজ উৎপাদন
মহিপুর থানা যুবলীগের আহবায়ক এ এম মিজানুর রহমান বুলেট বলেন, এভাবে প্রতি বছর গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী দিয়ে আসছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে । তবে তিনি সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।