পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামে মঙ্গলবার শেষ বিকেলে অর্ধশতাধিক দুস্থ, অসহায় ও জেলে পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কলাপাড়া-পটুয়াখালী জেলা প্রশাসনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই কর্মসূচি আয়োজন করে।
এই উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প অফিসার মোকছেদুল আলম। তিনি অতিথি হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং একে একটি মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ উদ্দিন বিপু, সাংবাদিক পারভেজ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি মোকছেদুল আলম বলেন, “এই শীতে যেন কোন মানুষ কষ্ট না পায়, সে জন্য আমরা উপকূলীয় এলাকায় ঘুরে ঘুরে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এ কর্মসূচির মাধ্যমে অল্প সময়ে অনেক মানুষের সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, যা শীতের তীব্রতা কমাতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম