শিরোনাম

পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বড়দিন উদযাপন

Views: 4

পটুয়াখালীর কলাপাড়ায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। বুধবার সকাল সাড়ে আটটায় গির্জায় প্রার্থনা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটির সূচনা হয়।

উৎসবের শুরুতে বাইবেল পাঠ এবং যিশু খ্রিষ্টের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভক্তরা অতীতের পাপ মোচনের জন্য যিশুর কাছে প্রার্থনা করেন।

উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় আগের দিন সন্ধ্যায়। কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খ্রিষ্টান পল্লীতে আলোকসজ্জা ও কীর্তনের আয়োজন করা হয়। নারী ভক্তরা পিঠা ও পায়েসসহ বাহারি খাবার তৈরি করেন, যা উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করে।

উৎসব ঘিরে পল্লীগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক থানা পুলিশ ও ডিবি পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *