পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় এক নবজাতককে হাসপাতালে রেখে তার মা পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই নবজাতক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জে এইচ খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শেষ বিকেলে নবজাতকের মা তার সন্তানকে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন। রাত ৮টার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান তিনি। পরে গভীর রাত পর্যন্ত তিন ফিরে না এলে সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।
ডা. লেলিন বলেন, ‘ মা ফিরে না আসায় আপাতত আমরা দেখভাল করছি। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।’
শিশুটি শারীরিকভাবে সুস্থ আছে বলেও জানান তিনি।