পটুয়াখালীর কলাপাড়ায় নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সৌর বিদ্যুৎ চালিত ইনকিউবেটর, সেচ পাম্প ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (স্থানীয় সময় বেলা ১১টা) কলাপাড়া উপজেলা চত্বরে অলাভজনক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তজনের উদ্যোগে এই উপকরণ বিতরণ করা হয়। একশনএইড বাংলাদেশের সহযোগিতায় “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা প্রকল্প ফেইজ-২” এর আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন কলাপাড়া লেডিস ক্লাবের সভাপতি সুমাইয়া ফাহিমুন এমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, ধানখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টিনু মৃধা, চম্পাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মাস্টার, পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য সচিব মনোয়ারা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হুমায়ূন কবির, সদস্য সচিব এস এম মোশারফ হোসেন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল হক, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই প্রকল্পের আওতায় ১৯ জন নারী উদ্যোক্তাকে সৌরচালিত উপকরণ প্রদান করা হয়। এর মধ্যে ছিল—
১টি সৌরচালিত ইনকিউবেটর (৪০০ ডিম ধারণক্ষমতা বিশিষ্ট)
২টি সৌরচালিত সেচ পাম্প
৬টি সোলার সেলাই মেশিন
সাতজন ভূমিহীন নারী উদ্যোক্তা ইনকিউবেটর পরিচালনা করবেন, প্রতিটি পাম্প তিনজন করে নারী উদ্যোক্তা পরিচালনা করবেন। মেশিনগুলো সৌর বিদ্যুৎ ব্যবহার করায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যয় ছাড়াই সেগুলো চালানো সম্ভব হবে। দিনের বেলায় সরাসরি সৌরশক্তিতে এবং রাতের বেলায় ৬ ঘণ্টা ব্যাটারির মাধ্যমে চালানো যাবে।
প্রান্তজন দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক ও সমঅধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংস্থাটি দরিদ্র ও প্রান্তিক জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই জীবিকার নিশ্চয়তার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে একশনএইড বাংলাদেশের সহায়তায় কলাপাড়ার টিয়াখালী, ধানখালী, চম্পাপুর ও লালুয়া ইউনিয়নে “ভূমিহীন জনগোষ্ঠীর জীবন-জীবিকার সুরক্ষা ফেইজ-২” প্রকল্প বাস্তবায়ন করছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম