Views: 36
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় পৌর শহরের নজরুল ইসলাম সড়কে পানিতে ডুবে কাজী শোয়েব আহমেদ নামে ২ বছরে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে নজরুল ইসলাম সড়কে। তার পিতার নাম নজরুল হাসান।
পারিবারিক সুত্রে জানা গেছে, সোমবার দুপুর দুই টার দিকে নিজ বাড়ীর পুকুর পাড়ে অন্য শিশুদের সাথে খেলতে যায়। খেলার ছলে সকলের অগোচরে পুকুরে পড়ে ডুবে যায়। পরে পার্শ্ববর্তী লোকজন লাশ ভাসতে দেখে তাকে উদ্ধার করে। তাকে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।