শিরোনাম

কলাপাড়ায় প্রথমবারের মতো খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী

Views: 4

“এখানে ছিল এখানে আছে এখানে, আমাদের ঋণ তোমাদেরই কাছে” প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীরা পুরনো বন্ধুদের পেয়ে নাচে-গানে মেতে ওঠে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়াও পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান, সদস্য সচিব রেজাউল করিম বাবলাসহ উদযাপন পরিষদের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের আকর্ষণীয় আয়োজন
প্রথম পুনর্মিলনীতে বিভিন্ন ব্যাচের প্রায় ১২০০ প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল:

সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।

বৃক্ষরোপণ।

স্মৃতিচারণ অনুষ্ঠান।

অ্যালামনাই সংগঠন গঠন।

ফানুস উৎসব।

বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।

ঢাকা ও খুলনা থেকে আগত শিল্পীদের পরিবেশনা।

র‍্যাফেল ড্র।

অনুষ্ঠানটির আহ্বায়ক আবদুল মান্নান জানান, পুনর্মিলনীর মূল লক্ষ্য বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করে এই এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ তৈরি করা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *