মো:আল-আমিন, পটুয়াখালী: বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সমুদ্র তীরবর্তী কলাপড়ায় অসহায় দরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছ। আজ রবিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ২৮০ জন নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কলাপাড়া বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র সহ সম্পাদক জাকারিয়া জামান প্রমুখ।
কম্বল প্রাপ্তিতে আনন্দে আত্মহারা মোছা. বিলকিস আক্তার বলেন, ‘এই কনকনে শীতে গত ১৫ দিন দুই কন্যা ও আমি অনেক কষ্ট করেছি। বসুন্ধরা গ্রুপের দেওয়া কম্বল পেয়ে আমি ও আমার দুই কন্যা অনেক উপকৃত হয়েছি। এই কম্বল যে দিয়েছে তার জন্য বিধাতার কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন। একই সঙ্গে আরো বেশি করে মানুষের সহায়তায় এগিয়ে আসতে পারে সেজন্যও দোয়া করছি।