শিরোনাম

কলাপাড়ায় বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, অতঃপর অন্তঃসত্ত্বা

Views: 42

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার কলাপাড়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (৩৩) টানা ধর্ষণের অভিযোগ উঠেছে সোহাগ হাওলাদার (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

শুক্রবার রাতে ওই নারী সোহাগসহ দুইজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোহাগ এবং এক সন্তানের জননী ওই নারীর বাড়ি বালিয়াতলী ইউপির পক্ষিয়াপাড়া গ্রামে। ২০১৯ সালে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর থেকেই পূর্ব পরিচিত হওয়ায় বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল সোহাগ। এরই ধারাবাহিকতায় গত বছরের মাঝামাঝি সময়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর ঢাকায় নিয়ে একাধিকবার ধর্ষণে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সোহাগ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

পরে ওই নারী বিষয়টি সোহাগের পরিবারকে জানালে তার সন্তান নষ্ট করতে বলে তারা। অবশেষে সোহাগসহ দুই জনের বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করছেন।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *