পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী কলাপাড়ায় ভোররাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের হাঁড়িপাড়া গ্রামে শাহআলম গাজীর বাসায় আজ রবিবার (১০ মার্চ) ভোররাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
শাহআলম গাজীর ছেলে সোহাগ গাজী জানান, ঘরের পিছনের লোহার দরজা কেটে তিনটি ছিটকানি খুলে ঘরে চারজন মুখোশ পরা লোক প্রবেশ করে। আমার রুমে ঢুকে রামদা ঠেকিয়ে আমাকে চিৎকার দিতে নিষেধ করে।
এসময় তারা স্টিল আলমারি, ওয়ারড্রব ভেঙে টাকা, গয়না, মোবাইল নিলে। আমি চিৎকার দিলে তারা আমার পায়ে হাতুড়ি দিয়ে পিটায়। ঘরের দোতলায় থাকা আমার বাবা-মা, ভাই ঘটনা বুঝতে পারলে। তাদের ডাক চিৎকার শুনে প্রতিবেশী সোহেল মৃধা টর্চ লাইটের আলো জ্বালিয়ে আসলে তারা পালিয়ে যায়।
প্রতিবেশী সোহেল মৃধা জানান, ভোররাতের আগে আমি চিৎকার শুনে দৌড়ে তাদের বাড়িতে গেলে সকল দরজা খোলা দেখতে পাই। আমার উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যায়।
শাহাআলম গাজী জানান, আমরা ঘরের দোতলায় ঘুমিয়ে ছিলাম। ছেলের চিৎকার ও শব্দ শুনে বুঝতে পারলাম ঘরে কেউ এসেছে। আমরা ডাক চিৎকার দিলে লোকজন চলে আসে। এর আগে স্টিল আলমারি ভেঙে নগদ এক লক্ষ, বারো হাজার সাতশত টাকা, দুটি স্বর্ণের চেইন, একজোড়া রুলি, তিনটি আংটি, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মানিব্যাগ, দশটি শাড়ি নিয়ে যায়।
কলাপাড়ার থানার এসআই মোঃ গোলাম মাওলা জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গেছে। আমাদের টিম কাজ করছে। আইনগত ব্যবস্থা নিচ্ছি।