শিরোনাম

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীসহ ১৫০ জনের নামে মামলা

Views: 48

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় ২০২৩ সালে বিএনপি নেতাকর্মীদের মারধর ও কার্যালয় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহিববুর রহমানসহ আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৫০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) রাতে কলাপাড়া থানায় মামলাটি দায়ের করেছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।

মামলার আসামিরা হলেন- সাবেক উপেজলা চেয়ারম্যান, পৌর মেয়র ও কলাপড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসান, বর্তমান পৌর মেয়র বিপুল হাওলাদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, আওয়ামী লীগ নেতা মাসুম বেপারী প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে ৩০ আগষ্ট রাত আটটায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর হুকুমে আসামিরা বিএনপি কার্যালয়ে প্রবেশ বোমা ও ককটেল বিস্ফোরণ করে। এসময় বিএনপির নেতাকর্মীদের মারধর ও অফিসের চেয়ার, টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। বিএনপি কার্যালয়ের টিভিসহ সকল সিলিং ফ্যান লুট করে নিয়ে যায়। এতে ৫ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু বলেন, ‘ওই সময় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করলে পুলিশ ও বিচার প্রশাসন আসামিদের ক্ষমতা ও প্রভাবের কারণে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। স্বৈরাচার সরকারের পতনের পর সময় সুযোগ তৈরি হওয়ায় মামলা করতে বাধ্য হয়েছি।’

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *