কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ২৩ নভেম্বর ২০২৪: পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সরাসরি কৃষকদের উৎপাদিত পণ্য বিক্রির জন্য একটি নতুন সবজি বাজার স্থাপন করা হয়েছে, যা বিশেষভাবে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য উপকারী।
এ বাজারটি স্থাপন করা হয় কলাপাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে, যেখানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কালাপাড়াবাসী’র সহায়তায় প্রেসক্লাব সংলগ্ন এলাকায়। শনিবার ভোরে এই বাজারে বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে হাজির হন। বাজারটি চালু হওয়ার পর থেকেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে। এতে কৃষকরা তাদের পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করতে পারছেন, আর ক্রেতারা পাচ্ছেন সস্তায় তাজা সবজি।
ক্রেতা সাবেক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন বলেন, “এই বাজারটি চালু হওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয়েরই সুবিধা হয়েছে। আমরা চাই, এই বাজারটি সবসময় চালু থাকুক।”
নীলগঞ্জের সবজি বিক্রেতা আ: রহিম বলেন, “এ বাজারটি চালু থাকলে আমরা ক্রেতাদের টাটকা শাক-সবজি দিতে পারব, এবং বিক্রি করেও লাভবান হবো। এই বাজারটি স্থাপন করার জন্য যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।”
এ বাজারের মাধ্যমে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছাতে পারছেন, যা মধ্যস্বত্বভোগী ও অতিরিক্ত খাজনা ছাড়াই সম্ভব হচ্ছে। বাজারটি স্থাপনের জন্য আয়োজকদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম