শিরোনাম

কলাপাড়ায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে ২০ জনের বিরুদ্ধে মামলা

Views: 14

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ৬ কোটি ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী, ব্যাংকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার কলাপাড়া আদালতে ভুক্তভোগী মো.জুয়েল মৃধা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার নং ১৫৫৭/২০২৪।

এ মামলায় আসামি হিসেবে সাবেক মন্ত্রী মো. মহিববুর রহমান মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরন, সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার, ধুলাস্বর ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুদ্দিন, মো. মোস্তাক হাং, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আশিক তালুকদার, লালুয়া ইউপি সদস্য মো. লিটন সাউগার, মো. কামাল তালুকদার, বাদল মিয়া, মো. জাকির মৃধা সহ ২০ জনকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাঁদা দাবি করা হয়। এ টাকা উত্তোলন করার জন্য বাদী ও স্বাক্ষীদের চাপ দেয়া হয় এবং রাজি না হলে খুন-জখমের হুমকি দেয়া হয়। বাদীকে আটক করে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করানো হয় এবং তাদের ঘরের বরাদ্দকৃত ৮০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়। পরে চান্দুপাড়া মৌজার ৪২৭/৪২৮ খতিয়ানে বাদীর ১২ একর ভূমির অধিগ্রহণের ৬ কোটি টাকা এলএ অফিস থেকে উত্তোলন করে আত্মসাৎ করা হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *