বরিশাল অফিস: পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় পিলার চাপা পড়ে শ্রমিক আল আমিন হাওলাদার (৩৫) নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটেছে।
নিয়ত স্বজন ও স্থানীয় জানায়, অঞ্জুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন একতলা ওয়াল টিনশেড ভবনটি ভেঙ্গে ফেলার কাজ করছিল শ্রমিকরা। এ সময় পরিত্যক্ত এ ভবনের ছাদের টিন খোলার পর একটি পিলার ভেঙ্গে পরে শ্রমিকদের উপর। এ সময় পিলারের নিচে চাপা পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত জখম হয় আল আমিন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ও অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কলাপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ জানান, তারা মরদেহ থানায় নিয়ে এসেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। পরিবারের সাথে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।