পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনের বদলী জনিত বিদায়ে বিষন্নতা ছড়িয়ে পড়েছে উপজেলার সকল শ্রেনী পেশার মানুষের মধ্যে। ইউএনও’র বদলীর তথ্য জানাজানির পর নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সহ সকল শ্রেনী পেশার মানুষ এ বদলী স্থগিত করার দাবী জানান।
মাত্র ১ বছর ১ মাসে ভালোবাসার বিনা সুতোয় বেধেছেন উপজেলার সাধারণ মানুষদের। তার এ বদলী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অভিব্যক্তি মত প্রকাশ করেছেন।
কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে কান্না জুড়ে দেন উপজেলা কম্পাউন্ডে এসে। গত দুই দিন ধরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ বিষন্ন মনে এসে ভিড় করে ইউএনও’র সরকারী বাসভবন ও সহ অফিসে। তাদের চোখের অশ্রু দেখে ইউএনও জাহাঙ্গীর হোসেনের চোখ ভিজতে দেখা গেছে।
এর আগে গত ১৮ মার্চ ২০২৪ বরিশাল বিভাগীয় কমিশনার মো: শওকত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কলাপাড়া ইউএনও মো: জাহাঙ্গীর হোসেনকে বরিশালের হিজলা ইউএনও হিসেবে বদলী করা হয়। বর্তমাসে কলাপাড়া উপজেলায় ইউএনও হিসেবে যোগ দেন মো: রবিউল ইসলাম রবি।
গত ২৮ ফেব্রুয়ারী ২০২৩ পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনও হিসেবে যোগ দেন মো: জাহাঙ্গীর হোসেন। যোগদানের পর থেকে অসহায়দের সহায়, কন্যা দ্বায়গ্রস্থ পিতার ভরসা, দরিদ্র শিক্ষার্থীর ফরম ফিলাপ সহ বইয়ের যোগানদাতা, কৃষকের কৃষি চাষাবাদে জলাবদ্ধতা নিরসনকারী, দুরারোগ্য অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তাকারী, ভিটে মাটি হারা বাস্তুহারাদের আশ্রয়স্থল সহ গনমাধ্যমকর্মীদের কাছে সাংবাদিক বান্ধব ইউএনও হয়ে ওঠেন অল্প ক’দিনেই।