পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতা আসাদুজ্জামান বাবু মৃধা ওরফে পিস্তল বাবু গ্রেফতার হয়েছেন।
শনিবার (৬জুলাই) রাতে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের একটি দল ঢাকার কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল ঢাকা কদমতলী থেকে আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার মূল আসামি পিস্তল বাবুকে গ্রেফতার করে। তাকে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
আরো পড়ুন :পটুয়াখালী অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী – কুয়াকাটায় দুই খাবার হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা
১২ জুন বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে ডা. ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ১৪ জুন পিস্তল বাবুকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা করেন ভুক্তভোগী ওই ছাত্রী।
মামলার এক আসামি পুলিশের হাতে গ্রেফতার হলেও দীর্ঘ তিন সপ্তাহ ধরাছোঁয়ার বাইরে ছিলেন পিস্তল বাবুসহ দুজন। পিস্তল বাবু ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানা গেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও অবশেষে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে এই আসামি।