শীতার্ত অসহায় মানুষের সহায়তায় দলীয় নেতাকর্মী এবং দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
তিনি বলেন, “অল্প উপার্জনকারী ও গরীব অসহায় মানুষেরা এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে তীব্র কষ্টে দিনযাপন করছে। দেশের নিম্ন আয়ের মানুষ এবং ছিন্নমূল জনগোষ্ঠী বর্তমানে দিশাহীন অবস্থায় রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতের মতোই এসব শীতার্ত মানুষের পাশে থাকবে।”
তিনি আরো বলেন, “কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকলে মানুষকে এভাবে খোলা আকাশের নিচে বসবাস করতে হতো না। শীতের এই কষ্ট লাঘবে প্রত্যেক বিত্তবান এবং সংগঠনের কর্মীদের মানবিকভাবে এগিয়ে আসতে হবে।”
পীর সাহেব চরমোনাই পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন,
মাওলানা গাজী আতাউর রহমান (সিনিয়র যুগ্ম মহাসচিব),ইঞ্জিনিয়ার আশরাফুল আলম (যুগ্ম মহাসচিব),আলহাজ্ব মুহাম্মদ মনির হোসেন (ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক),শহিদুল ইসলাম কবির (সহ-প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক),মুফতি মোস্তফা কামাল (কেন্দ্রীয় সদস্য)
সামর্থ্যবান সকল ব্যক্তিকে শীতবস্ত্রসহ প্রয়োজনীয় সহায়তা নিয়ে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে পীর সাহেব বলেন,মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে শীতার্ত মানুষের সেবায় ব্রত হওয়া উচিত। ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম