শিরোনাম

কাঁঠালিয়ায় স্কুল শিক্ষকের জমিতে কাঁটা তারের বেড়া

Views: 44

বরিশাল অফিস :: ঝালকাঠির কাঁঠালিয়ায় সাবেক স্কুল শিক্ষক মো.আলতাফ হোসেন হাওলাদারের জমিতে জোর পূর্বক পিলার পুতে কাঁটা তারের বেড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একটি প্রভাবশালী মহল গত ৫ আগষ্ট সোমবার বিকেলে ওই শিক্ষকের কবলাকৃত জমিতে ১৫/২০ টি পিলার পুতে বেড়া দিয়ে জমি দখলের চেষ্টা করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষক মো.আলতাফ হোসেন হাওলাদার বাদী হয়ে গত বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কাঁঠালিয়ায় থানায় একটি অভিযোগ করেন। প্রভাবশালীদের ভয়ের মুখে এতো দিন কোন অভিযোগ করার সাহস পায়নি তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বলতলা মৌজার এসএ ৭১১ খতিয়ানের বিভিন্ন দাগের ৮৫ শতাংশ জমির কবলা মালিক আলতাফ হোসেন হাওলাদার ও তার নিকট আত্মীয় হাফেজ মো. মোস্তফা। শান্তিপূর্ন ভোগদখলীয় জমিতে গত ৫ আগস্ট (সোমবার) বিকেলে স্থানীয় প্রভাবশালী শহীদুল ইসলাম তার ভাই নুরুজ্জামান ও তাদের লোকজন মিলে ১৫/২০ টি পিলার পুতে কাঁটা তারের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে।

এ ব্যাপারে অভিযুক্ত শহীদুল ইসলাম জানান, এ জমিতে আমাদেরও দলিল আছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দির সরকার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *