শিরোনাম

কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন

Views: 33

বরিশাল অফিস:: ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২৫ মার্চ সোমবার সকালে উপজেলা শাপলা চত্বরে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা এস.এম আজহারুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ হান্নান, সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী রাকিবুল আলম।

উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন, কাউখালী সদর ইউনিয়ন, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন ও শিয়ালকাঠি ইউনিয়ন সহ মোট চারটি ইউনিয়নের ৩২জন সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। সুফলভোগী জেলে কাউখালী সদরের বেল্লাল ফকির ও আমরাজুড়ি ইউনিয়নের হরে কৃষ্ণ দাস বলেন, বিকল্প হিসেবে এ বকনা বাছুর পেয়ে নিজেদের কে সাবলম্বি গড়ে তোলবো। নিষিদ্ধ সময় আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত থাকব এবং অবৈধ জাল দিয়ে কখনো মাছ শিকার করব না।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *