বরিশাল অফিস : ঢিলেডালা অভিযানের কারণে কাউখালী তিনটি নদীতে কিছু অসাধু জেলে মা ইলিশ শিকার করছে।গত দুদিন মা ইলিশের প্রধান প্রজননক্ষম মৌসুম এর সংরক্ষণ ও বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরর কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর দিনব্যাপী উপজেলার কচা নদীর পাঙ্গাসিয়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৫ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করে যার আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য অফিসার এস,এম আজাহারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান ও নৌপুলিশের ইনচাজ আবদুর রাজ্জাক।
পরে উদ্ধারকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার নির্দেশে জনসম্মূখে পূড়িয়ে ফেলা হয়। অভিযোগ উঠেছে ঢিলেঢালা অভিযানের সুযোগকে কাজে লাগিয়ে সরকারি নিষিদ্ধ সময়ে নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ও মৌসুমি জেলে সন্ধ্যা, গাবখান, কচা নদীতে মা-ইলিশ শিকার করছে।