সিনেমার কাজের পাশাপাশি ফেসবুকেও এখন বেশ সরব পরীমণি। প্রায়ই তিনি সোশ্যাল মিডিয়ায় হাজির হন সন্তান রাজ্যকে নিয়ে। অন্যদিকে মাঝে মধ্যে ট্রেন্ডি বিষয় নিয়ে পোস্ট দিয়ে নেটদুনিয়ায় তুলকালাম ঘটনা তৈরিরও তার রেকর্ড রয়েছে।
কখনো পরী সরাসরি কারও নাম উল্লেখ করে, আবার কখনো বা কারও নাম আড়াল রেখে পোস্ট দিয়ে আলোচনায় থাকেন। এবার তেমনই একটি পোস্ট নিজের প্রোফাইলে দিয়েছেন পরী। এ পোস্টে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তদের কাছে। পরী লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’
সম্প্রতি পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এটি মুক্তির পরে পরী বেশ আলোচনায় এসেছিলেন।