চন্দ্রদীপ নিউজ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও বিএনপিকে রাজপথে কোনো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ। ভোটের আগের মতো বিএনপির সামনের দিনের কর্মসূচির দিনগুলোতে নিজেরাও নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এরই অংশ হিসাবে আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) বিএনপির কালো পতাকা মিছিলের দিন শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। একই সঙ্গে এদিন রাজধানীর প্রতিটি থানা-ওয়ার্ডে এবং পাড়া-মহল্লায় সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতারা বলছেন, কর্মসূচি ঘিরে বিএনপি অতীতের মতোই বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করতে পারে। এ কারণে আওয়ামী লীগ নেতাকর্মীরা সামনের দিনগুলোতেও রাজপথে সজাগ ও সতর্ক থাকবে।
বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘শান্তি ও গণতন্ত্র’ সমাবেশ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ যুগান্তরকে জানান, শান্তি সমাবেশে বড় জমায়েতের প্রস্তুতি রয়েছে তাদের। তিনি বলেন, বেলা ২টা থেকে প্রতি থানা ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহ দলে দলে সমাবেশে যোগ দেবেন। বেলা তিনটায় প্রধান অতিথি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন। দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন বলেও জানান তিনি।