শিরোনাম

কাল থেকে লাগাতার পেট্রলপাম্প বন্ধ

Views: 37

চন্দ্রদীপ ডেস্ক : তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রলপাম্প বন্ধ রাখার ঘোষণায় অনড় পেট্রলপাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গত ২৭ আগস্ট এই ঘোষণা দেওয়া হয়েছিল।

পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান রতন বলেন, আমাদের দাবি আদায় না হওয়ায় আমরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছি।

গত ২৭ আগস্ট বিশেষ সাধারণ সভা শেষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে অ্যাসোসিয়েশনের পেশ করা তিন দফা দাবি বাস্তবায়ন ও সেই সঙ্গে গেজেট প্রকাশ না করা হলে আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের সব জ্বালানি তেল ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন থেকে বিরত থাকবে।

সংগঠনটির দাবিগুলো হলো- জ্বালানি তেল বিক্রয় কমিশন ৭ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করতে হবে। পেট্রলপাম্পের ব্যবসায়ীরা যে কমিশন এজেন্ট, তা গেজেট আকারে প্রকাশ করতে হবে এবং ট্যাংকলরি ভাড়ার ওপর ভ্যাট সংযুক্ত নয়- এ বিষয়ে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে এবং ২৫ বছরের ঊর্ধ্বে ট্যাংকলরির ইকোনমিক লাইফের জন্য পৃথকভাবে সুস্পষ্ট গেজেট প্রকাশ করতে হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *