পটুয়াখালী প্রতিনিধি :: আগামীকাল পটুয়াখালী সদর উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকল প্রস্তুতি সম্পন্ন করে ভোটগ্রহণের সরঞ্জামাদি নিয়ে কেন্দ্রে কেন্দ্রে গেছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী মালামাল বিতরণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার খান আবি শাহানুর খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান, রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন অফিসার সারমিন সুলতানা।
এর আগে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
আরো পড়ুন : কুয়াকাটায় সমুদ্রের তলদেশে কাটা পড়েছে ফাইবার ক্যাবল – দেশব্যাপী ইন্টারনেটের ধীরগতি
দুই ইউনিয়নে ১৮ কেন্দ্রে প্রায় ২৮ হাজার ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদসহ মোট ৭৫ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল মাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।