শিরোনাম

কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন আর নেই

Views: 8

ভারতের কিংবদন্তি তবলাবাদক ও সংগীতজ্ঞ উস্তাদ জাকির হুসেন আর নেই। রোববার (১৫ ডিসেম্বর) সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সংগীতের জাদু দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এই বিশিষ্ট তবলাবাদক শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দুই সপ্তাহ ধরে ভেন্টিলেটরে ছিলেন।

উস্তাদ জাকির হুসেন দীর্ঘদিন ধরে রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ হয়ে উঠতে পারেননি।

১৯৫১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করা জাকির হুসেনের বাবা উস্তাদ আল্লা রাখাও ছিলেন একজন প্রখ্যাত তবলাবাদক। মাত্র তিন বছর বয়স থেকে তবলার হাতে প্রথম আঙুল রাখা শুরু করেন জাকির। সাত বছর বয়স থেকে মঞ্চে একক পরিবেশনা দিয়ে তার সংগীত জীবন শুরু হয়।

তার অসামান্য প্রতিভার কারণে ভারত সরকার তাকে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করেছে। ২০২৪ সালে তার হাত ধরেই ভারতে প্রথম গ্র্যামি পুরস্কার আসে। ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’কে গ্র্যামি পুরস্কারে ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে ভূষিত করা হয়। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন, আর তবলায় ছিলেন উস্তাদ জাকির।

জাকির হুসেন তবলায় সঙ্গ দিয়েছেন ভারতের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আমজাদ আলি খান, এবং আন্তর্জাতিক সংগীতজ্ঞ জর্জ হ্যারিসনের মতো দিকপালদের সঙ্গে। তার তবলায় সঙ্গীতের জাদু অনেকের হৃদয়ে চিরকাল অমর থাকবে।

“মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *