শিরোনাম

কিউআর কোড স্ক্যান করে টাকা হারালেন পুলিশ কনস্টেবল

Views: 9

মহারাষ্ট্রের পুণেতে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক পুলিশ কনস্টেবল কিউআর কোড স্ক্যান করে প্রতারণার শিকার হয়েছেন। এই ঘটনায় তিনি একের পর এক অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা হারিয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাসওয়াড়ের গ্রামীণ পুলিশের কনস্টেবল এই পুলিশকর্মী দোকানে জিনিসপত্র কিনতে গিয়ে কিউআর কোড স্ক্যান করেন। এর কিছুক্ষণ পর তার অ্যাকাউন্ট থেকে ১৮ হাজার ৭৫৫ টাকা কেটে নেওয়া হয়। অবাক করা বিষয় হলো, তার স্যালারি অ্যাকাউন্ট থেকে ৫০ টাকা রেখে বাকি ১২ হাজার ২৫০ টাকা তুলে নেওয়া হয়। এরপর তার গোল্ড লোন অ্যাকাউন্ট থেকেও ১ লাখ ৯০ হাজার টাকার লেনদেনের জন্য একটি ওটিপি আসে। পুলিশকর্মী জানান, তিনি সেই ওটিপি কাউকে শেয়ার করেননি, তারপরও টাকা কেটে নেওয়া হয়।

আরও একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে, অপরাধীরা তার ক্রেডিট কার্ড থেকে ১৪ হাজার টাকা তুলতে চেষ্টা করে। তবে তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার কারণে সেই টাকা উঠানো সম্ভব হয়নি।

এই ঘটনার পর পুলিশ কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, অপরাধীরা ম্যালিসিয়াস ফাইল পাঠিয়ে তার মোবাইল ফোনের অ্যাক্সেস পেয়ে যায়, এবং সেখান থেকে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *