শিরোনাম

কিউবার প্রধান বিদ্যুৎকেন্দ্র বিকল, অন্ধকারে প্রায় এক কোটি মানুষ

Views: 18

চন্দ্রদ্বীপ ডেস্ক :: কিউবার প্রধান বিদ্যুৎকেন্দ্র আন্তোনিও গুইতেরাসের পাওয়ার গ্রিড ভেঙে পড়ার পর দেশটির প্রায় এক কোটি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে অন্ধকারে দিন কাটাচ্ছে। কিউবার জ্বালানি ও শক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

কিছু ঘণ্টার জন্য বিদ্যুৎ ফিরলেও শনিবার (১৯ অক্টোবর) আবারও একই সমস্যা দেখা দেয়। ফলে, দেশটির অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎবিচ্ছিন্নতার পরিস্থিতি চলতে থাকে, এবং কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্রিড কর্মকর্তারা জানান, বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য কত সময় লাগবে, তা জানাতে অক্ষম।

কিছু মাস ধরে কিউবা বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হয়ে আসছে। এই পরিস্থিতিতে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কিউবার প্রধানমন্ত্রী ম্যানুয়েল মারেরো ক্রুজ বিদ্যুৎখাতে ‘জরুরী অবস্থা’ ঘোষণা করেন। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বলেন, বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

জ্বালানি মন্ত্রণালয়ের বিদ্যুৎ সরবরাহের প্রধান লাজারা গুয়েরার বলেন, বিদ্যুৎ পুনরুদ্ধারের প্রক্রিয়া এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী মারেরো বলেছেন, অবকাঠামোর অবনতি, জ্বালানির ঘাটতি ও বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা বিদ্যুৎ বিপর্যয়ের প্রধান কারণ।

এদিকে, শুক্রবার কর্মকর্তারা ঘোষণা করেন, নাইটক্লাবসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অপ্রয়োজনীয় কার্যক্রম সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। কিউবাবাসীদের পিক আওয়ারে ফ্রিজ ও ওভেনের মতো সরঞ্জামের ব্যবহার বন্ধ রাখার আহ্বানও জানানো হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *