শিরোনাম

কিশোর গ্যাংয়ের হামলায় এইচএসসি পরিক্ষার্থী নিহত

Views: 49

পটুয়াখালী প্রতিনিধি :

গলাচিপায় কিশোর গ্যাংয়ের মারধরে জিসান ডাক(১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার শেষ বেলায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। জিসান ডাক উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডে মশিউর রহমান নান্নু ডাক এর ছোট ছেলে। সে হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বানিজ্য শাখার শিক্ষার্থী বলে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮মার্চ শুক্রবার জিসান বাড়ি থেকে বটতলা বাজারে পায়ে হেটে যাচ্ছিল। এ সময় কিশোর গ্যাং সদস্যরা রাস্তার ধুলাবালি উড়িয়ে অতি দ্রুত মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। জিসান তাকে মোটরসাইকেল ধীরে চালাতে বলায় কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোটরসাইকেল চালক বাপ্পি কিশোর গ্যাং সদস্যদের বটতলা বাজারে জড় হতে বলে।

জিসান বাজারে পৌছা মাত্র বাপ্পি, মাহিন, মহিবুল,  জহিরুল, বেল্লাল ও ইছা সহ কিশোর গ্যাং সদস্যরা জিসানকে কাঠের গুড়ি(চলা) দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারি আঘাত করে। এ হামলায় জিসান মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা আহত জিসানকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরণ করে। ঢাকায় প্রায় ১০ দিন চিকিৎসা শেষে মঙ্গলবার বাড়ি আনা হয়। বাড়িতে এনে ৫/৬ঘন্টা অবস্থান করলে জিসান আবার অসুস্থ হয়ে পড়লে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদাউস আলম খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *