শিরোনাম

কীভাবে জানাবেন ভালোবাসার কথা?

Views: 39
চন্দ্রদ্বীপ ডেস্ক:  ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ  গত ফেব্রুয়ারির ৮ তারিখ পালন করা হয় প্রোপজ ডে। এই প্রোপজ মানে হলো আপনি যে তাকে ভালোবাসেন, সেকথা আনুষ্ঠানিকভাবে তাকে জানানো। এতদিন হয়তো আকারে-ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেছেন, সে বুঝেছে কি না তাও আপনি জানেন না। এবার সরাসরি বলেই দেবেন। সে হ্যাঁ বলতে পারে আবার না-ও বলতে পারে।
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *