বরিশাল অফিস :: বরিশাল কীর্তনখোলা নদীতে পারাবাত-১১ লঞ্চের নিচে পড়ে আবেদ আলী (৩০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় অনেক খোঁজাখুঁজির পর তার একটি পা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল বিআইডব্লিউটিএ নদীবন্দর এলাকায় কীর্তনখোলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জলিল জানান, আমরা শুনতে পাই যে কিছুক্ষণ আগে দুপুরে বরিশাল নদী বন্দর এলাকায় একজন জেলে মাছ ধরছিলো। এসময় তার জাল লঞ্চের ইঞ্জিনের পাখার সাথে আটকে যায়। এতে ওই জেলে জাল ছাড়াতে পানির নিচে যায়। হঠাৎ করে ওই লঞ্চ চালু দিয়ে অন্য জায়গায় নোঙ্গর করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরে পাখায় আঘাত পেয়ে ওই জেলে নিখোঁজ হয়।
তিনি বলেন, আমরা আসার পর ফায়ার সার্ভিসেরকে ফোন করলে তারা এসে খোঁজাখুঁজি করে নিখোঁজ জেলের একটি বাম পা উদ্ধার করতে সক্ষম হয়। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনা তদন্ত সাক্ষেপে আইনগতভাবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।