Views: 38
বরিশাল অফিস :: বরিশালে কীর্তনখোলা নদী থেকে অর্ধ গলিত ভাসমান অবস্থায় একটি শিশুর (অপরিণত ভ্রুণ) লাশ উদ্ধার করেছে বরিশাল সদর নৌ-পুলিশ।
আজ ( ১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে
ভাটার খাল এলাকায় ভ্রূণ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন,বরিশাল সদর নৌ-থানার এসআই স্বরুপ আনন্দ ভট্রাচার্য তিনি জানান,কীর্তনখোলা নদীর নগরীর ভাটার খাল এলাকায় ভ্রূণ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের জানিয়েছে। পরে ভ্রুণটি উদ্ধার করা হয়েছে। আনুমানিক দুইদিন পূর্বে ফেলা হয়েছে এটি। ভ্রুণটি মেয়ে শিশুর। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।