শিরোনাম

কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে ফরচুন বরিশাল

Views: 74

বরিশাল অফিস :: বিপিএলে শেষ দল হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। কুমিল্লার দেওয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬ উইকেট ও দুই বল হাতে রেখেইে জয়ের বন্দরে পৌঁছে যায় অধিনায়ক তামিমের দল। এই জয়ে কঠিন সব সমীকরণের রফাদফা করেছে বরিশাল।

এর আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে খুলনা টাইগার্সের।

শুক্রবার ঢাকার শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার মাঝারি রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই আহমেদ শেহজাদ আউইট হলেও তামিম ও কাইল মায়ার্সের ব্যাটে দারুণভাবে এগিয়ে যায় বরিশাল।

মায়ার্স ২৫ বলে ২৫ রান করে আউট হলে মুশফিকুর রহিমের সঙ্গে ৩৯ রানের জুটি করেন তামিম। ৪০ বলে ফিফটি হাঁকান বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত তামিমের ব্যাট থেকে ৪৮ বলে আসে ৬৬ রান।

এছাড়া মুশফিক ২৪ বলে ১৭, মাহমুদুল্লাহ ১১ বলে ১২ ও সৌম্য সরকার ৩ বলে ৬ রান করেন। এতে ৬ উইকেটে জয় পায় ফরচুন বরিশাল।

এর আগে, জাকের আলির ১৬ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ১৪০ রান তুলেছে কুমিল্লা। ওপেনার সুনিল নারিন করেন ১৮ বলে ১৬ রান। এদিন অধিনায়ক লিটন দাসও ভালো খেলতে পারেননি। ১২ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয় ও মঈন আলির ৩০ বলে ৩৬ রানের জুটিতে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় কুমিল্লার স্কোরকার্ড। ২৬ বলে ২৫ রান করে তাইজুলের বলে ফেরেন তাওহিদ। ২২ বলে ২৩ রান করেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলি।

চাপের মুখে এদিন জ্বলে উঠেনি আন্দ্রে রাসেলের ব্যাটও। ১১ বলে ১৪ রান করে তাইজুলের বলে বোল্ড হন তিনি। সর্বশেষ জাকের দ্রুতগতিতে রান তুলে কুমিল্লাকে ১৪০ রানে ঠেকান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *