পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই বুধবার শেষ বিকেলে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের একাংশ আয়োজিত শান্তি মিছিল ও পথসভার নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর তৈয়বুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, কাউন্সিলর আবুল হোসেন ফরাজি, হাবিবুর রহমান, মজিবর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠেনর কয়েকশত নেতাকর্মী।
এ সময় পথসভায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কোটা আন্দোলনকে ঘিরে জামায়াত-বিএনপি সহিংসতা, অগ্নিসংযোগ করে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। তাই ছাত্রছাত্রীদের ঘরে ফিরে যাবার অনুরোধ করেন তিনি। কোটা আন্দোলনকে ঘিরে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ না দেওয়ার অনুরোধ করেন মেয়র।