শিরোনাম

কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি মিছিল

Views: 30

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই বুধবার শেষ বিকেলে কুয়াকাটা পৌর আওয়ামী লীগের একাংশ আয়োজিত শান্তি মিছিল ও পথসভার নেতৃত্ব দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাউন্সিলর তৈয়বুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অনন্ত মুখার্জি, কাউন্সিলর আবুল হোসেন ফরাজি, হাবিবুর রহমান, মজিবর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠেনর কয়েকশত নেতাকর্মী।

এ সময় পথসভায় পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, কোটা আন্দোলনকে ঘিরে জামায়াত-বিএনপি সহিংসতা, অগ্নিসংযোগ করে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। তাই ছাত্রছাত্রীদের ঘরে ফিরে যাবার অনুরোধ করেন তিনি। কোটা আন্দোলনকে ঘিরে রাজনৈতিক ফায়দা হাসিলের সুযোগ না দেওয়ার অনুরোধ করেন মেয়র।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *