পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ১৪ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি পাঙ্গাশ। যা ১৫ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার বিকালে কুয়াকাটা এলাকার এক জেলের জালে এই বিশাল আকৃতির পাঙ্গাশ মাছটি ধরা পড়ে।
কুয়াকাটা মাছ বাজারের মনি ফিস আড়তে মাছটি নিয়ে গেলে। সেখানে নিলামে ওঠানো হলে ফিশ ভ্যালীর পক্ষে মো. রেজাউল ইসলাম ১১শ টাকা কেজি হিসেবে ১৫ হাজার ৯৫০ টাকায় পাঙ্গাশটি ক্রয় করেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী নাসীর মুনশি বলেন, ১৫ হাজার ৯৫০ টাকায় মাছটি কিনে নেন রেজাউল নামে এক মৎস্য ব্যবসায়ী। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে এসময়।
ফিশ ভ্যালীর প্রতিনিধি রেজাউল বলেন, মাছটির ওজন ১৪ কেজি ৫০০ গ্রাম মাছটি নিলামে মনি ফিশ থেকে ১৫ হাজার ৯৫০ টাকায় আমরা কিনে নেই। এই ধরনের মাছ সচরাচর সমুদ্রে ধরা পড়ে না। মাছটি আমরা ঢাকায় পাঠাবো এবং সেখান থেকে বিক্রি করা হবে।