পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কুয়াকাটায় একটি দোকানের পুরনো দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটার কেরানীপাড়া এলাকায় রাখাইন মার্কেটের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকদের মধ্যে একজন নবীনপুর এলাকার আব্দুর রহমানের ছেলে আবু বক্কর (৪২) এবং অন্যজন হাকিম আলীর ছেলে কামাল (৪০)। জানা গেছে, তারা দোকানের পুরনো সাটার খুলে নতুন সাটার লাগানোর কাজ করছিলেন। হঠাৎ করে দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে যায়, যার ফলে ঘটনাস্থলেই তাদের প্রাণহানি ঘটে।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা মো. নোমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।