শিরোনাম

কুয়াকাটায় প্রতিবেশীকে ফাঁসাতে বসতঘরে আগুন – হয়রানি বন্ধে মানববন্ধন

Views: 48

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় প্রতিবেশীর পরিকল্পিত হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগী ও এলাকাবাসীর উদ্যোগে রবিবার দুপুরে কুয়াকাটা চৌরাস্তায় অর্ধশতাধিক মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী ইউনুস মাতুব্বর, হাওয়া বেগম ও আলী হোসেন বলেন, ‘বিগত ২০১৪ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া গ্রামের নুরু খাঁ গং আমাদের জমি জোরপূর্বক দখল করেন। দীর্ঘ বছর একাধিক মামলাসহ নানা হয়রানি করে আসছে চক্রটি। এ নিয়ে দুবার আমাদের পক্ষে রায় দেয় আদালত।

‘সবশেষ গত ৫ আগস্ট আমাদের পৈতৃক সম্পত্তি দখলে নিই আমরা। একই দিন আওয়ামী লীগ সরকারের পতন হলে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা তাদের (নুরু খাঁ) বাড়িতে হামলা চালায়। ওই দিন রাতেই আমাদের ফাঁসাতে পরিকল্পিতভাবে তাদের নিজ বাড়িতে আগুন দিয়ে আমাদের ওপর দায় চাপায়।’

বাড়িতে আগুনের ঘটনায় নুরু খাঁরা কুয়াকাটায় নিয়োজিত সেনা অফিসারদের জানালে ভুল তথ্যের ভিত্তিতে তাদের ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এ ব্যাপারে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *