শিরোনাম

কুয়াকাটায় প্রথমবারের মতো মাসব্যাপী পর্যটন মেলা শুরু

Views: 6

পটুয়াখালীর পর্যটননগরী কুয়াকাটায় প্রথমবারের মতো শুরু হয়েছে মাসব্যাপী পর্যটন মেলা। বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

কুয়াকাটা প্রেসক্লাব এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় রয়েছে ৪০টি স্টল, ভূতের বাড়ি, নাগরদোলা, ঘোড়ার রাইডসহ বিভিন্ন আকর্ষণীয় বিনোদনের ব্যবস্থা। মাসজুড়ে থাকবে দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার। বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফসহ প্রমুখ।

মেলাকে ঘিরে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা অংশ নিয়েছেন। দি নিউ রাজধানী সার্কাস, বিভিন্ন রাইড, ও দেশীয় পণ্যসামগ্রী মেলাকে প্রাণবন্ত করে তুলেছে। পুরো মেলা প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের সহায়তায়।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “কুয়াকাটার পর্যটন সম্ভাবনাকে নতুন করে তুলে ধরতে এই মেলার আয়োজন করা হয়েছে। ২০২৫ সালে পর্যটক সংখ্যা আরও বাড়বে বলে আশা করছি। মেলা সফল করতে প্রশাসনের নজরদারি থাকবে।”

পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন, মাসব্যাপী এই মেলা কুয়াকাটা ভ্রমণকারীদের জন্য বাড়তি আনন্দের সুযোগ এনে দেবে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, “এটি কুয়াকাটায় আগত পর্যটকদের বিশেষ অভিজ্ঞতা দেবে। মেলাকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

“মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *