মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল নির্মূলে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করে বিপুল পরিমাণ বেহুন্দি জাল ও ঘের জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এই অভিজান শেষ হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে শিববাড়িয়া ও আন্ধারমানিক নদী এবং কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে অভিযান পরিচালনা করে ২৫টি নিষিদ্ধ বেহুন্দি জাল ও ২২০০ মিটার ঘের জাল উদ্ধার করা হয়। এ অভিযানে সহযোগিতা করে মহিপুর থানা পুলিশ।
উদ্ধারকৃত এসব জাল শিববাড়িয়া নদীর তীরে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলামের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। ধ্বংস করা এসব জালের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
জেলা মৎস্য অফিসার মোঃ কামরুল ইসলাম বলেন, মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন চলছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালিত হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।