পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটায় বীর মুক্তিযোদ্ধা ও দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব অডিটরিয়ামে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কুয়াকাটা যুগান্তর স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বিপ্লব।
অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের জীবন ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন যুগান্তর সজন সমাবেশ কুয়াকাটা শাখার সভাপতি জুয়েল ফরাজী, কুয়াকাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু অনন্ত মুখার্জি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, এনজিও পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ।
কুরআন খতম শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন রুমান ইমতিয়াজ তুষার।