পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটায় একটি মেছো বিড়াল উদ্ধার করেছে এনিম্যাল লাভার অব পটুয়াখালীর সদস্যরা।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নের মিশ্রি পাড়া এলাকা থেকে ওই বিড়ালটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর বিড়ালটি উদ্ধার করে লোকালয়ে নিয়ে আসলে একনজর দেখতে ভিড় করে পর্যটকসহ স্থানীয়রা।
এনিম্যাল লাভার অব পটুয়াখালীর সদস্য কেএম বাচ্চু বলেন, দুপুরে কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নের মিশ্রি পাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি মেছো বিড়াল উদ্ধার করা হয়। পরে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
এনিম্যাল লাভারের সদস্যরা ও স্থানীয়রা জানান, বিড়ালটি উপকারী তাই প্রাণীটি হত্যা না করে প্রাণী কল্যাণ সংগঠনের কর্মীদের হাতে তুলে দেয়া হয়েছে।