শিরোনাম

কুয়াকাটায় রাস্তা দখল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় মুদি দোকানিকে কারাদণ্ড

Views: 13

কুয়াকাটায় সরকারি রাস্তা দখল করে ফ্রিজ রাখা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় জাফর মৃধা (৪৫) নামের এক মুদি দোকানিকে দুই মাস ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা চৌরাস্তা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এই দণ্ড প্রদান করেন।

জানা গেছে, কুয়াকাটা চৌরাস্তা এলাকায় মৃধা স্টোরের স্বত্বাধিকারী জাফর মৃধা দীর্ঘদিন ধরে সড়ক দখল করে ফ্রিজ রেখে ব্যবসা চালিয়ে আসছিলেন। সন্ধ্যায় কুয়াকাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে, তারা ওই দোকানের সামনে গিয়ে ফ্রিজ সরাতে বলেন। তবে, দোকানি ফ্রিজ সরানোর পরিবর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর ফলে তাকে দণ্ডিত করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ বলেন, “কুয়াকাটায় ১৫ নভেম্বর রাসমেলা অনুষ্ঠিত হবে, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তাই কুয়াকাটার শৃঙ্খলা ফেরাতে অভিযান চালানো হচ্ছে। অভিযানের সময় ওই দোকানি সড়ক দখল করে ফ্রিজ রাখলে তাকে সরাতে বলা হয়। তিনি ফ্রিজ না সরিয়ে উল্টো ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, যা আদালতের সিদ্ধান্তে দণ্ডিত হয়েছে।”

তিনি আরও জানান, “কুয়াকাটার সৌন্দর্য রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

#কুয়াকাটা, #পটুয়াখালী, #ভ্রাম্যমাণ_আদালত, #দুই_মাস_কারাদণ্ড, #রাস্তা_দখল, #ফ্রিজ, #নির্বাহী_ম্যাজিস্ট্রেট, #কুয়াকাটা_চৌরাস্তা, #অভিযান, #মুদি_দোকানি, #অবৈধ_স্থাপনা, #শৃঙ্খলা

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *