পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর মৎস্য বন্দর আলীপুরে পরিত্যাক্ত অবস্থায় ১১ পিস সুন্দরী গাছ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে আলিপুর মৎস্য বন্দরে ইউপি সদস্য আবুল হোসেন কাজীর বরফ মিলের জেটির নিচ থেকে এ গাছগুলো উদ্ধার করে বনবিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চোর চক্র বিভিন্ন সময় সুন্দরবনের পূর্বাংশ ফাতরার বন থেকে সুন্দরী গাছ কেটে বিক্রি করে আসছে। এ গাছগুলো মাছের আড়ত ও বরফ কলের জেটিতে ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার বিকালে ইউপি সদস্য আবুল হোসেন কাজীর বরফ মিলের জেটির নিচে পরিত্যাক্ত অবস্থায় সুন্দরী গাছগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তাকে খবর দিলে তিনি এসে গাছগুলো জব্দ করেন। ধারণা করা হচ্ছে চোর চক্রের নিকট থেকে আবুল হোসেন কাজী তার বরফ মিলের জেটিতে ব্যবহার করতে গাছগুলো ক্রয় করেছেন।
গাছ কেনার বিষয়ে জানতে চাইলে আবুল হোসেন কাজী অস্বীকার করে বলেন, ‘স্থানীয় রিপনসহ কয়েকজন লোক গাছগুলো এখানে রেখে গেছে। আমি তাদের সাথে দরকষাকষি করলেও গাছ ক্রয় করিনি, তবে কেন রেখে গেছে তা আমি জানি না।
এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১১ পিস সুন্দরী গাছ জব্দ করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।