Views: 42
পটুয়াখালী প্রতিনিধি :: কুয়াকাটায় ২৬ কেজি ওজনের বিশাল এক কোরাল মাছ বিক্রি হয়েছে ৩০ হাজার টাকা।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কুয়াকাটা মৎস্য মার্কেটে মনি ফিস গদিতে খোলা বাজারে ঢাকার এক ব্যবসায়ী এ মাছটি কিনে নেয় । এ সময় মাছটি এক নজর দেখার জন্য ভিড় জমায় উৎসব জনতা।
আরো পড়ুন : মির্জাগঞ্জে গনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা
জানা যায়, গত মঙ্গলবার কুয়াকাটা বাবলাতলা এলাকার জেলে রাসেল তার মায়ের দোয়া নামক ট্রলার নিয়ে গভীর সমুদ্রে গেলে বলেশ্বর নদীর সাগর মোহনায় বুধবার রাত ২ টার দিকে এই বিশাল কোরাল মাছটি তার জালে ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে কিনারে নিয়ে আসলে কুয়াকাটা মৎস্য মার্কেটে বিক্রি করে দেন।