শিরোনাম

কুয়াকাটার সাবেক মেয়রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

Views: 7

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান। তিনি সাবেক মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দুর্নীতি ও অপকর্মের অভিযোগ

লিখিত বক্তব্যে জানানো হয়, আনোয়ার হাওলাদার গরিব মানুষের সম্পত্তি দখল, সালিশ বাণিজ্য এবং পৌরসভার ইজারার নামে বাজার থেকে অর্থ আত্মসাৎ করেছেন। উন্নয়নের নামে আত্মীয়স্বজন দিয়ে টেন্ডার বাণিজ্য করাসহ সমুদ্র সৈকতে সুরক্ষা কাজের নামে বিপুল অর্থের অনিয়ম করেছেন বলে অভিযোগ ওঠে। এসব বিষয়ে দুদক অনুসন্ধান করেছে।

বক্তব্যে আরও উল্লেখ করা হয়, আনোয়ার হাওলাদার স্বৈরাচার সরকারের সহযোগী হয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছেন। ২৪-এর আন্দোলন নস্যাৎ করতে উস্কানিমূলক বক্তব্য এবং সশস্ত্র মহড়া দেন। ফেসবুকে বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করারও অভিযোগ তোলেন নেতারা।

বক্তব্যে জানানো হয়, আনোয়ার হাওলাদার ঘুষ ও প্রভাব খাটিয়ে কুয়াকাটার কেরানিপাড়ার রাখাইন হত্যা মামলায় আত্মহত্যার ঘটনা হিসেবে রেজিস্ট্রারে অন্তর্ভুক্ত করেন। এ বিষয়ে কলাপাড়া ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করা হয় (মামলা নম্বর ২৫০/২২)। সিআইডি তদন্ত করে তাকে অভিযুক্ত করে।

অভিযোগের বিষয়ে সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এগুলো রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। তিনি বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত মেয়র ছিলাম। আমার জনপ্রিয়তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের কারণ।”

সংবাদ সম্মেলনে কুয়াকাটা পৌর বিএনপি নেতারা বলেন, আনোয়ার হাওলাদারের অপকর্মের জন্য তাকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। তারা সাংবাদিকদের এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *