পটুয়াখালী জেলার কুয়াকাটার একটি পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৩.৩০ মিনিটে সৈকতের পর্যটন পার্ক সংলগ্ন পাবলিক টয়লেট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নুর হোসেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার জলমাই ইউনিয়নের বাসিন্দা এবং তিনি ওই এলাকার শাজাহান মালের পুত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নুর হোসেন ১৪ নভেম্বর সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। এরপর বেলা ১১টার দিকে তিনি কুয়াকাটার ব্যবসায়ী বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। সে সময় তিনি বন্ধুকে জানান যে, তার বুকে ব্যথা হচ্ছে এবং টয়লেটে যাবেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।
বিজ্ঞাপনে উল্লেখ করা হয়, ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, “আমরা দুজন মেলা দেখতে কুয়াকাটায় এসেছিলাম। ওই সময় নুর হোসেন তার বুকে ব্যথা অনুভব করে এবং টয়লেটে যেতে বলে, তারপর তার আর কোনো খোঁজ মেলেনি।”
পরে নুর হোসেনের পরিবার খুলনা থেকে এসে কুয়াকাটায় এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে, কিন্তু তার সন্ধান না পেয়ে পুলিশকে অবহিত করেন।
টয়লেটের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকার পর, কর্তৃপক্ষ ভেতর থেকে টয়লেটের ওপর থেকে দেখে, ওই ব্যক্তি মাটিতে পড়ে আছেন। এরপর পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন, “মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে এটি অসুস্থতার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম