শিরোনাম

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনু, সম্পাদক আমির

Views: 70

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন আনু ও হোসাইন আমির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে আনন্দমুখর পরিবেশে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান নির্বাচন কমিশনার এম এ মান্নান চৌধুরী প্রধান দুই পদের ভোটাভুটি শেষে সভাপতি ও সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন।

সভাপতি হিসেবে তিনজন ও সাধারণ সম্পাদক হিসেবে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোট ১৬ জন ভোটার ভোট প্রদান করেন।

আরো পড়ুন : পবিপ্রবিতে সর্বাত্মক কর্মবিরতি – সেশনজটের আশঙ্কা

এছাড়া আলোচনার মাধ্যমে সিনিয়র সহ-সভাপতি পদে মো. কুদ্দুচ মাহমুদ, সহ-সভাপতি পদে ইছাহাক শেখ ও যুগ্ম সম্পাদক পদে সাইদুর রহমান মনোনীত হয়।

কুয়াকাটা প্রসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, চতুর্থ বারের মতো এবং (দু’বছর মেয়াদ) টানা চার বছর পর সভাপতির পদ থেকে আগামী ২০ জুলাই ২০২৪ বিদায় নিতে চলেছি। নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে অভিনন্দন। কুয়াকাটা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী টানা দুই মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকার পর তৃতীয় মেয়াদে নির্বাচন করা যায় না।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *