শিরোনাম

কুয়াকাটা সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Views: 37

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামীর কুয়াকাটা পৌরসভা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৪ অক্টোবর) শেষ বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমীর মাওলানা মোঃ মাঈনুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

সভায় জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সভাপতি আ. কাদির, ৫ নং ওয়ার্ডের সভাপতি পল্লী চিকিৎসক আ. হালিম, শ্রমিক ফেডারেশনের মহিপুর থানা শাখার সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, প্রভাষক সাইদুর রহমান সাঈদ, আনোয়ার হোসেন আনুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌরসভার আমীর বলেন, “আমরা ৫ আগস্টের আগে কথা বলতে পারিনি। রাজনীতি করতে পারিনি। জেল-জুলুমের শিকার হয়েছি। ৫ আগস্টের পর বাকস্বাধীনতা ফিরে পেয়েছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের মৌলিক অধিকার আদায়ে রাজনীতি করে এবং সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।” এ সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতার আহবান জানান। আলোচনা সভা শেষে সাংবাদিকদের মাঝে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রসহ ইসলামী বই বিতরণ করা হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *