বরিশাল অফিস: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিকে শতভাগ সফল করতে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ উদ্যোক্তাদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউসিবি ব্যাংকের ভরসার নতুন জানালা প্রকল্পের আওতায় কর্মশালার উদ্বোধণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিএসআর অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাসার, প্রাণি সম্পদ কর্মকর্তা শেখ আরিফুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিথুন বণিক।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবুল কালাম মৃধা, শাহাদাত মাতুব্বর, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমুখ। কর্মশালায় ৬০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।