চন্দ্রদ্বীপ ডেস্ক :: মিরপুরের শাহআলী থানাধীন শাহ স্মৃতি মার্কেট এলাকায় পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ১২৯ টাকায় কিনে ১৫০ টাকায় বিক্রি করায় এক দোকানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (২৭ অক্টোবর) ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে বাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
অভিযানকালে দেখা গেছে, এক খুচরা ব্যবসায়ী ১২৯ টাকা দামে পেঁয়াজ ক্রয় করে খুচরা ১৫০ টাকা দরে বিক্রি করছেন, অর্থাৎ প্রতি কেজিতে ২১ টাকা বেশি নিচ্ছেন। এর ফলে অভিযুক্ত ব্যবসায়ীকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, একটি আড়তকে পেঁয়াজ ক্রয়-বিক্রয় সংক্রান্ত পাকা রসিদ প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
সর্বমোট ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় অধিদফতরের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।